মরে যেতে চাই
সনজিত চন্দ্র দাস
০৫.০৩.২০২০,ভোর : ৬ টা ০৩।
মরে যেতে চাই আমি ধরার মায়া ছাড়ি
চলে যেতে চাই আমি আমার আসল বাড়ি!
মরে যেতে চাই আমি রেখে সকল সুখ
ভালোবেসে কেঁদে যায় অভাগার বুক!
চলে যেতে চাই আমি শ্মশানঘাটের বাঁকে
ভালোবাসা ফুরায়া গেলে যেখানে রাখে!
ছাড়ি দিতে চাই আমি এই ভব সংসার
কয়লার ভালোবাসা হয় জ্বলে ছাড়খার!
ডুবে যেতে চাই আমি এই ভব নদী
তুমি,তোমার ভালোবাসা সাথে না থাকে যদি!
মরে যেতে চাই আমি ত্যজি সকল মোহ
তোর জন্য রেখে যাবো তথ্য সকল গূহ!
ত্যাগ করতে চাই আমি এই ভব মায়া
ভালোবেসে রয়ে গেলাম হয়ে বেহায়া!
(কবিতাটি সনজিত চন্দ্র দাসের ফেইসবুক টাইমলাইন থেকে সংগৃহীত)
#সনজিত চন্দ্র দাস #ঢাবি সভাপতি