খুনি মোস্তাকের স্তুতি করার কারণে ঢাবি শিক্ষক সমিতির সভাপতির বিরুদ্ধে কর্মসূচি ছাত্রলীগের

মুজিবনগর দিবসে ঢাকা বিশ্ববিদ্যালয় আয়োজিত আলোচনা সভায় শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক এম রহমত উল্লাহ জাতির পিতা বঙ্গবন্ধুর খুনি খন্দকার মোশতাকের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে বক্তব্য দিয়েছেন বলে অভিযোগ উঠেছে।
আলোচনা সভায় ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ডঃ মোঃ রহমতউল্লাহ বলেন, আমি বঙ্গবন্ধু, মুজিবনগর সরকারের জাতীয় চার নেতা এবং পররাষ্ট্রমন্ত্রী খন্দকার মোশতাকের প্রতি শ্রদ্ধা নিবেদন করছি”
ডঃ মোঃ রহমতউল্লাহর এই বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি সঞ্জিত চন্দ্র দাস লিখেন “খন্দকার মোস্তাক জাতির পিতার খুনি উনাকে নিয়ে এভাবে স্তুতিবাক্য আমরা কোন ভাবেই মেনে নিতে পারি না,উপাচার্য মহোদয় এই বিষয়ে কঠোর পদক্ষেপ নিবেন বলে আশা রাখি,অন্যথায় কঠোর আন্দোলন করা হবে,জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমাদের অস্তিত্ব,অস্তিত্বের প্রশ্নে কোন ছাড় নয়!”