ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হল ছাত্রলীগে
কাজল দাস এবং অতনু বর্মণ দায়িত্ব পাওয়ার পরই জগন্নাথ হল সংলগ্ন পলাশী-শহীদ মিনার রাস্তায় বেপরোয়া ভারী যানবাহন চলা এবং শব্দদূষণ নিরসনে ঢাবি প্রোক্টরের নিকট দাবী পেশ করেন।
উল্লেখ্য করোনা মহামারীর পর বিশ্ববিদ্যালয়ের হল খুললে উক্ত সড়কে অনিয়ন্ত্রিতভাবে যানবাহন চলার কারণে বেপরোয়া গতি কিংবা শব্দদূষণে দূর্ভোগ পোহাচ্ছিলেন জগন্নাথ হল সহ স্যার সলিমুল্লাহ হলের শিক্ষার্থীরা।এহেন পরিস্থিতিতে হলের জুনিয়র ছাত্ররা বিক্ষোভ এবং গাড়ী ভাংচুর করে রাস্তা ব্লক করে রেখেছিল কয়েকবার।
গতকাল পলাশী মোড়ে কাভার্ড ভ্যানের ধাক্কায় প্রাণ যায় মাস্টার্স পড়ুয়া ইয়াসিন নামের জনৈক ছাত্রের।
এমতাবস্থায়,আজ ছাত্রলীগের প্যাডে সাধারণ ছাত্রদের এই দাবি নিয়ে প্রোক্টরের নিকট পৌঁছে দেন জগন্নাথ হল ছাত্রলীগের সভাপতি কাজল দাস ও সাধারণ সম্পাদক অতনু বর্মণ।
এসম্পর্কে জগন্নাথ হলের এক শিক্ষার্থী ফেইসবুক স্ট্যাটাসে বলেন,
“নিরাপদ ক্যাম্পাস বিনির্মাণে এই সময়ের দাবী বাস্তবায়নের বিকল্প নেই।”
