কামতেশ্বরী মন্দির | |
---|---|
কামতা
|
|
ধর্ম | |
অন্তর্ভুক্তি | হিন্দুধর্ম |
জেলা | কোচবিহার |
শ্বর | কামতেশ্বরী/ ভবানী |
অবস্থান | |
অবস্থান | কামতাপুর |
রাজ্য | পশ্চিমবঙ্গ |
দেশ | ভারত |
স্থাপত্য | |
প্রতিষ্ঠাতা | কামতেশ্বর নীলধ্বজ সেন–নীলাম্বর সেন |
প্রতিষ্ঠার তারিখ | ১৪৪০-১৪৯৮ |
কোচবিহার জেলার দিনহাটা মহকুমার অনন্য এক পুরাতাত্ত্বিক নিদর্শন কামতেশ্বরী মন্দির। মন্দিরের আরাধ্য দেবী মা ভবানী। তাই এটি ভবানী মন্দির নামেও পরিচিত।সেনবংশীয় রাজা কামতেশ্বর নীলধ্বজ সেন ছিলেন মন্দিরের প্রতিষ্ঠাতা। তিনি ছিলেন কামতেশ্বরীর ভক্ত। দেবীর নাম অনুসারে রাজ্যের নাম হয় কামতা, রাজধানী হল কামতেশ্বর। সেনবংশীয় আরও দুজন রাজা চক্রধ্বজ সেন ও নীলাম্বর সেন কামতাপুরের শাসক ছিলেন। কারও মতে নীলাম্বরই এই মন্দিরটি তৈরি করেন।তবে ঐতিহাসিকরা মনে করেন নীলধ্বজ সেনমন্দিরটির কাজ শুরু করলেও নীলাম্বর সেন কাজ সম্পূর্ণ করেন। পরবর্তীতে কোচ বংশীয় রাজারাও এর সংস্কার করেন।